অনেক কাজের কাজী মোদের
মিলন সাহেব নাম,
কোন কাজই স্থায়ী হয়না
পরদেশ তার প্রাণ ।

সবসময় সে স্বপ্ন দেখে
বিদেশ পাড়ি দিবে,
তাইতো সে প্রতিবছর
ডিভি লটারি দিবে।

বোন তাকে তার জার্মানিতে
ভাই আমেরিকা,
এজন্য সে স্বপ্ন বুনে
স্বদেশ ছেড়ে দিবে।

অনেক দিনের সাধনা তার
পূরণ হলো আজ,
শেষ পর্যন্ত ভিসা পেলো
বোনের দেশে বাস।

অনেক খুশি মিলন সাহেব
থাকবে না আর দেশে,
আমন্ত্রণে করলো সাড়া
সারা অফিস শেষে।

তাং - ২৫/৯/১৭