মনের সুখে বললাম তোকে
গোপন রাখা পণ,
বুকটা যেন ভরে গেলো
ভাবি,
তুই যে আপনজন!

কুক্ষিগত হতে হতে
চিত্তে হলো ক্ষত,
বলি,
কি আর হবে গোপন করে?
শান্তি পেলাম- খোলা মনে
বলে অবিরত!

আহা!
বন্ধু বলে কথা!
কোথা পাব এমন করে বলে যাওয়া প্রথা?

মনের ওপর চাপ থাকা এক
মহা শাস্তি জানি,
ওহ্,
গুপ্ত বিলাস- ব্যক্ত হয়ে
হালকা হলো হানি!

তাং- ১৪/০৯/২০২০ ইং