অন্ধজনে দেখে নাতো
এ জগতের আলো,
মনের আলোয় দেখে তারা
সব কিছুতেই ভালো।

মেধা সম্পদ বিকাশ লাভে
বইয়ের তুল্য নেই,
ভাবনা চিন্তা উৎকর্ষেও
পাঠের সঙ্গী সেই।

ভালো বইয়ে পাঠে যেমন
নিপুণতা বাড়ে,
পোড়া মনের অবসাদে
দুঃখটা আজ কাড়ে।

নিরব মনে নির্জনতায়
বিনোদনে মেতে,
মনের মতো সখ্য সখা
বইকে সাথে গেঁথে।

জন্মে শুধু মানুষ নামে
কর্মে আনে সুখ,
জ্ঞান লাভে মনুষ্যত্ব -
মূর্খে সর্বভুক।

পৃথিবীকে জানতে হলে
পড়তে হবে অনেক,
জ্ঞানের আলোয় বাঁচতে তবে
প্রশান্তি চাই বিবেক।

তাং- ২৩/০৪/১৯