আসবে আবার, সুখের পালক নিশাবসান শেষে,
নতুন দিনের, নতুন আলোয়
সাতসকালে হেসে!

কেমন নিঠুর! হায়রে সময়!
একটু দাঁড়াও!
ঐ তো চিন্ময়!

ঘুচাক জরা, শোকার্ত রাত যাক না জলে ভেসে,
জাগুক আশা, ভালোবাসা
হোক আগামী মেশে!

তাং- ১৪/০৪/২০২১ ইং