প্যারোডি@ তোমার খোলা হাওয়ায়@রবীন্দ্রসংগীত

তোমার খোলা চুলে ,,
আমায় বাধো প্রানে
শুকনো চুলে
তোমার সনে
আমি ভাসতে রাজি আছি,
আমি ভাসতে রাজি আছি
তোমার খোলা চুলে ,,
বাধো প্রানে,,,,

সকাল গেলো ঘুমে ঘুমে,
বিকেল গেলো অলস বসে গো ।।।।।
থেকো না আর ,
করোনা আর ভুলে মিছেমিছি  ।।।।।।

তোমার লাগি আছি জাগি ,
দিন আর রাত্রিবেলা

দিনগুলো যে তোমায়  নিয়ে
করে কেবল খেলা
দুঃখকে আমি করবো জিতে,
লড়বো না আর তরি সাথে
দাও ফিরে দাও , ওহে ,
আমি তোমায় পেলে বাচি ।।।।

তোমার খোলা চুলে ,, বাধো প্রানে
শুকনো চুলে খোলা মনে
আমি ভাসতে রাজি আছি,
আমি ভাসতে রাজি আছি
তোমার খোলা চুলে ,, বাধো প্রানে,,,