জানে না এ মন
কেন এমন
তোমায় না দেখলে
চোখে আসে শ্রাবন।


কেন এত অভিমান
বাড়ছে ব্যবধান
তুমি চলে গেলে
করবে কে স্মরণ


আমার বিষন্ন মন
বলে কথা আনমন
তুমি  না এলে
বুকে ওঠে কাপন


তোমায় ছাড়া এ প্রান
ছন্দহীণ এক গান
তোমায় না পেলে
হবে আমার মরণ


খুজি তোমায় সারাক্ষন
উড়াই ঘুড়ি মন পবন
তুমি না আসলে
হৃদয়ে হয় দহন।


আছি বসে রৌদ্দুরে
চোখ চলেছে যতদুরে
খুজে পায়না মন তোরে
তুই আবার কবে আমার হবিরে


কেন এত ব্যাথা
হয়না কোন কথা
কেন হলে পর
বুক করে ধরফর
তবুও থাকি আশায়
চোখের জলে ভাসায়
হৃদয় হয় ক্ষত
তিক্ত স্বাদের মত