কি নাম দিব তোমার?
সেই সাধ্য দেখছি আদৌ নেই আমার।


মন ভাঙ্গার অপরাধে যদি-
বেইমান নাম দিই তোমার,
তাতেই কি শান্তি মিলবে আত্মার?


ছলনা করার অপরাধে যদি-
নাম হয় তোমার ছলনাময়ী,
তবেই কি হবো আমি জয়ী?


কথা না রাখার অপরাধে যদি-
বলি তুমি এক মিথ্যাবাদী,
তাহলেই কি শুকাবে আমার অশ্রুনদী?


হঠাৎ পরিবর্তনের অপরাধে যদি-
হও তুমি নিঠুর স্বার্থপর,
এতেই কি আস্থা পাবো নিজের উপর ?


আচ্ছা! এত নামে ডাকার পরও যদি-
ভালবেসে মায়ার বাঁধনে রেখেছিলে বলে
সম্বোধন করি তোমায় মায়াবতী,
তবেই কি হবে আমার চিরসাথী?


কত নাম'ই তো রাখলাম তোমার,
তবুও প্রশান্তি আসেনা আমার।
তাহলে, কি নাম দিব তোমার?