সোনার বাংলা,
এ তোমার কেমন নিয়তি?
স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হয়েও,
তোমার বুকে গর্জে উঠেছে অপশক্তির গতি।


ধর্ষণ, নিপীড়ন, অত্যাচার আর-
জুলুমে পরিপূর্ণ এদেশ।
এভাবে আর কত জ্বলতে হবে তোমায়?
তুমি’ই তো লক্ষ শহীদের রক্তে কেনা
সোনার বাংলাদেশ।


আর কত দিতে হবে-
নিরহ, নিরপরাধ ও নিঃস্বার্থ মানুষের জীবন?
কবে যে থামবে এদেশে-
জুলুম, নিপীড়ন, ধর্ষণ।


ভাইয়ের সামনে বোন, ছেলের সামনে মা,
বাবার সামনে মেয়ে বা স্বামীর সামনে স্ত্রী,
রেহাই তো পায়না কেউ,
প্রতিনিয়ত নরপশুদের হাতে
হারাতে হচ্ছে নারী জাতির স্বতী।


শহীদ তিতু, শেরে বাংলা আর
মাওলানা ভাসানীর দেশে,
জালিম, নিপীড়ক, ধর্ষকদের হবেনা ঠাঁই,
বাধ্য হয়ে পালাবে তারা শেষে।


যদি কেউ সহিংসতা বাড়ায় বাংলাদেশকে ঘিরে,
বঙ্গবন্ধু র ঐতিহাসিক রেসকোর্স; আবার আসবে ফিরে।
বাংলার প্রতিবাদী জনতা নামবে রাজপথে;
মিছিল, প্রতিরোধ আর প্রতিবাদে।