গ্রীষ্মের প্রচণ্ড তাপদাহে প্রকৃতি যখন মূর্ছা,
আষাঢ়ের বাদল ধারায় এলো ঋতু রাণী বর্ষা।
বিষাদময় গগনের অশ্রু নেমে আসে,
পথ-ঘাট, লোকালয় বারিধারায় ভাসে।


ঝিরঝির, রিমঝিম ছন্দে কিংবা মুষলধারে,
বাদলের বারির ছোঁয়ায় প্রকৃতি হয় ফুরফুরে।


দক্ষিণ জানালার পাশে মাথাটা আলতো হেলে,
রিমঝিম ছন্দের বৃষ্টির ফোঁটা গুণি দু-হাত মেলে।
নয়ন পলকে ঝিলিক পড়ে হয় কাব্যের ছন্দপতন,
অধির চেষ্টায় পারিনি আমি বৃষ্টির ফোঁটার গুণন।


বর্ষার মুষলধারে বৃষ্টির ফোঁটায় সাগর যায় রেগে,
বারিধারা সাগর কিনারায় উপচে পড়ে বেগে।
বেগে চলা বারির স্রোতে লোকালয় যায় তলিয়ে,
কত’ই ক্ষয়ক্ষতি চালায় দানব রূপ নিয়ে।


যদিও বর্ষার আগমন দানব রূপ নিয়ে,
প্রকৃতি জেগে তুলে বর্ষা-
তার মোহময় আপন প্রেম দিয়ে।