মা, সংক্ষিপ্ত পরিসরের একটি শব্দ
অন্তরালে লুকানো অন্তহীন কাব্যের ছন্দ।
মা, তোমায় তো ভালবাসি আমি অনন্ত অব্দ
তোমাকে কাছে পেলে ভুলে যাই সব দ্বিধা দ্বন্দ্ব।
মাগো, তোমার কাছে আমার সব সুখ দুঃখ
তোমারই দুঃখে করুন আমি, করি আমি শোক।


তিনশত দশদিন মায়ের গর্ভ হতে
পেয়েছি আমি এই সুন্দর ভূবণ,
মানুষের মত মানুষ করে গড়ে তুলতে
সহ্য করেছো কতই না প্রহসন।


তোমারই চরণ তলে রয়েছে জান্নাত
তোমার খিদমতে পাবো আমি নাজাত,
তুমিই'তো আমার জীবনের সমস্ত অনুভূতি
তোমার মন খারাপে হবে যে আমার দুর্গতি।