দখিনা বাতাসে ফুরফুরে মন;
কাব্যিক দৃষ্টিতে নিরবে নির্জন
অদৃশ্য মায়া’র কাল্পনিক আলিঙ্গন,
করেছি তারে অমোঘ সম্পর্কে বাঁধন।
সেই অমোঘ বন্ধনে জড়ানো ‘তুমি’
ভুলিতে তো পারিনি তারে আমি;
গহিন নিশুতির নিদ্রাতেও শুনি
তার সুমধুর সেই কন্ঠের ধ্বনি।
মনে সাড়া জাগে পেতে তাকে,
অদৃশ্য মায়া’তে বাঁধন করেছি যাকে;
কাল্পনিক জগতে সে আমার রাণি
সদা মনে পড়ে তার মায়াবী চাহনী।