ফাগুনের কোমল হাওয়া লাগে যখন গায়ে,
প্রাতঃ কালে ছুটছে তারা শিশির ভেজা পায়ে।
ছুটছে তারা শহীদ বেদিতে করবে পুষ্পস্তবক অর্পণ,
শ্রদ্ধা ফুলে করবে সবাই ভাষা শহীদের স্মরণ।


বায়ান্ন'র ফেব্রুয়ারির এক বিংশ তম দিন,
ভাষা শহীদের রক্তে রাজপথ ছিল রঙিন।
খাজা নাজিমুদ্দিন দিল রায় উর্দু হবে রাষ্ট্রভাষা,
প্রতিবাদে নামলো জনতা ছেড়ে জীবনের আশা।


বাংলা আমার প্রাণের ভাষা বাংলা প্রথম বুলি,
সেই বুলি রক্ষা করতে খেয়েছে অনেকে গুলি।
সালাম, বরকত, রফিক, জব্বার আরো কত নাম,
আত্মোৎসর্গ করেই তারা রাখলো ভাষার মান।


ফেব্রুয়ারিতে নয় শুধু ভাষা শহীদের স্মরণ,
বাংলা নামের সর্বক্ষেত্রেই রাখবো তাঁদের ধারণ।
স্বাধীন মোরা, সভ্য মোরা, মোরা বাঙালি জাতি,
অপশক্তির কবল থেকে রক্ষিবো মোদের সংস্কৃতি।