মায়ার সেই বাঁধন ছেড়ে, ধরণী হতে
যাব হারিয়ে অচেনা না ফেরার রাজ্যে,
গোধুলী বেলার দিবা শেষ মুহূর্তে
পাবেনা আর আমায় হাজার শত সাধ্যে।


দিন ফুরালে যমের বাড়ি যাব চলে,
যেথায় থেকে আসেনা কেউ কখনো ফিরে।
হাজারো ভীড়ের আড়ালে খুঁজলেও আর,
আসবো না আমি, দিব না সাড়া ডাকে তোমার।


যখনি পাবেনা তুমি প্রিয় আমার সাড়া
মোর কারণে যদি তুমি হও দিশেহারা,
ফেলে আসা স্মৃতি যদি দেয় তোমায় নাড়া
শেষ নিশুতি'র পূর্ব গগনে দেখিও তুমি তারা।


মহাবিশ্বের সহস্রাধিক তারকা'র ভীড়ে পূর্ব গগনে
নিশুতি'র ইতি লগ্নে মিটমিট জ্বলন্ত শুকতারা হয়ে,
দিব তোমায় সাড়া, থাকবো তোমার অশ্রু কোণে
তোমারী ছলনার প্রতিটি গল্পে অদৃশ্য ছায়া হয়ে।