একটা ব্যাপার লক্ষণীয় যে, আমরা সবাই ভালো লেখক হতে চাই। প্রত্যেকেই চাই আমার কবিতায় অন্তর্নিহিত থাকুক তাৎপর্য্যপূর্ণ একটি ভাবের। ফুটে উঠুক ছন্দময় কোন থান। তবে ভালো পাঠক হওয়ার মন মানসিকতা আমাদের মাঝে খুবই কম। আসরে একটি কবিতা যতবার না পাঠ হয় তার চেয়ে ও বেশী কবিতা প্রকাশ পায়। কেউ কারো কবিতা পাঠ করে না। যারা ভালো লেখে তারা অন্যদের কবিতায় সাজেশন মূলক কোন মন্তব্য করে না। সবাই যার যার কবিতা নিয়ে ব্যস্ত।
.
আমি মনেকরি প্রথমে আমাদের ভালো সক্রিয়  একজন পাঠক হওয়া উচিৎ। কবিতা বেশী লেখার চেয়ে অন্য ভালো লেখকদের কবিতা বেশী পাঠ করা উচিৎ। আর যারা কবিতা ভালো বুঝেন তারা আমাদের মতো অন্যান্য লেখকদের কবিতায় ভুল ধরিয়ে দিয়ে সাজেশন দিলে অনেক ভালো হতো। আশাকরি এডমিন মহোদয়গণ এসকল বিষয় নিয়ে চিন্তা করবেন।