রক্তের উষ্ণতায় বুকে পুড়ছে প্রেম
    ✍-উজ্জ্বল সরদার আর্য


     সবাই চলে যায় রিক্ত পথে অপেক্ষায়
     আমি দাঁড়িয়ে আছি,
     পিছন ফিরে আকুল চোখে খুঁজি
     হারানো প্রেম -
     শূন্য দিগন্তে মিছে শুধু হাত বাড়িয়েছি।


     ও-যে শরতের শুভ্র মেঘ, ডানা মেলেছে
     পুবাল হাওয়ায় নীল আকাশে!
     কে-জানে দাঁড়িয়ে থেকে আমন ধানের
     সবুজ পাতায় -
     বৃষ্টি ঝরাবে কবে প্রেমের উচ্ছ্বাসে?


      মরীচিকা, পড়ন্ত বেলায় রঙিন আলোয়
      সেজে ওঠে গোধূলি ছুঁয়ে!
      অপরূপা, দাঁড়িয়ে অদূরে তবু অধরা
      আঁধারে নয়নে হারাই হৃদয়ে পাই -
      আপন করি শয়নে স্বপনে কল্পনায় মিশিয়ে।


      আজ এই রাতে বাতাসে সিক্ততা নেই,
      রক্তের উষ্ণতায় বুকে পুড়ছে প্রেম!
      ঘামে ভেজা শরীর পারফিউমে
      কাটছে সাঁতার,
      শিউলি তলে দাঁড়িয়ে পড়া ভোর
      কবিতা হাতে গুনছে প্রহর।


      শিশিরে ভেজা ঘাসে দিচ্ছে চুম্বন রবির আলো,
      তবু খালি পায়ে আর  হয়না হেটে চলা!
      আজ বাতাসে নূপুর ধ্বনি নেই,আলতো ছোঁয়ায়
      আর ওঠেনা বুকে কম্পন,
      শুষ্ক ঠোঁটে লুপ্ত আদর গুমরে কাঁদে
      রাতের রিক্ততায়।


রচনাকাল, ৬ সেপ্টেম্বর ২০২২ খ্রিস্টাব্দ,
২০ ভাদ্র ১৪২৯ বঙ্গাব্দ, মঙ্গলবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।