রাত্রির ঠোঁটে আলোর চুম্বন
    ✍- উজ্জ্বল সরদার আর্য


পূর্ণ তিথির ভরা যৌবনে পূর্ণিমার আলো
যেন নৈসর্গিক প্রতিভা,
গভীর রাতের ঠোঁট ছুঁয়ে উঁকি দিচ্ছে
খোলা জানালায়।
সহসা কামনার বেড়া জালে আটকে পোড়া প্রাণ
প্রিয়তমার খোলা বুকের গন্ধে উন্মত্ত হয়ে
পড়ে আছে সুঠাম স্তনে মুখ গুঁজে।
বসন্তে ফোটা ফুলের মত বাতাসে গন্ধ ছোড়ানোর
প্রবল ইচ্ছায় আজ নিজেকে বিলিয়ে দিতে ইচ্ছে করছে।


ইচ্ছে করে ডুবতে দুই পাহাড়ের মধ্য ভাগে
উপত্যকায়।
লালায় অঙ্কিত ঠোঁটে চুম্বন রেখে
ত্রিবেণীর প্রবাহিত রতিঘোলা লোনা জলে
জিহ্বা ডুবিয়ে নিভতে চায় কামনা দগ্ধ শরীর।
এখন তোমার স্পর্শে হৃদয় স্পন্দনে কাঁপছে ভূমি,
নাভিকমলে ঠোঁট ঘোষে প্রশান্ত সাগরের বুকে
ঢেউ খেলানো উচ্ছ্বাস নিয়ে গেছে আমায়
শ্বেতাঙ্গ উরুর দেশে আদরে-আদরে ভেসে।


শরতের যাযাবর মেঘের দল
গায়ে ঢোলা আষাঢ়ের মত বিজলী জ্বালে
খোলা বুকে ঘর্ষণে,
চোখ বুঝে ঠোঁটে ঠোঁট রেখে খুঁজছে
নিশ্চুপ রাত্রি সুখ-
উন্মত্ত পাখির ডানায় জাপটে ধরা আলিঙ্গনে
জেগে ওঠে প্রীতি-প্রণয়ের বৈদিক শ্লোক;
যৌনগন্ধে আসক্ত নাক
করেছে নির্মল কাব্যের ছন্দপতন,
বসন্তের বাগিচায় ফুটো খোঁজে
অবাধ্য মধুকর-
গভীর অমৃতের ভাণ্ডারে ডুবিয়েছে মুখ।


রচনাকাল ১১ ডিসেম্বর ২০২২ খ্রিস্টাব্দ,
২৪ অগ্রহায়ণ ১৪২৯ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।