পদ্ম পুকুরে এখন ভোর
   ✍-উজ্জ্বল সরদার আর্য


   বুক ভরা বসন্তে দখিনা হাওয়ায়, কেঁপে ওঠা গোধূলি
   ভালোবাসার চিত্র এঁকেছে দিগন্ত ছুঁয়ে।


   প্রেম-পূর্ণ কাজলে শোভিত নয়ন, অপলক আকুল
   তীক্ষ্ণ দৃষ্টিতে খুঁজছে চেনা আচমকা আলো।


   ছত্রপতি শরতের সুনীল আকাশ, এখন ধূসর মেঘে  
   লিখছে প্রেমের কবিতা।


   সম্মুখে ঝর্ণার সিক্ত জলে, ভিজচ্ছে উত্তপ্ত কুমারী।


   পদ্ম পুকুরে এখন ভোর, শৈশবের ছেলে খেলায়
   মেতে ওঠা মুহূর্ত যৌবনের অনুপ্রবেশে হয়েছে রঙিন।


   মাধবী রাতের দিগম্বরী বুকে, লিপস্টিক মাখা
   এঁকে দেওয়া চুম্বনে উন্মত্ত এখন কামনা সাগর।


   অনামিকা--ছুঁয়ে পায়ে পা মিলিয়ে, হেটে চলা
   যৌবন-যৌবনা এখন নয়নের অন্তরালে নিরুদ্দেশ।


   নির্জন প্রেম কানন আজ খুলে দিয়েছে রুদ্ধ দুয়ার,
   প্রেয়সীর সজ্জিত চরণে'র নূপুরধ্বনিতে।


   এখন--কামিনী চেয়েছে সঙ্গদান, জাপটে থাকা
   আলিঙ্গনে উত্তপ্ত দেহের স্পর্শে, জেগে ওঠা যৌবন
   প্রভাতের উষ্ণ ঠোঁটে চুম্বনে-চুম্বনে ফোটাল নীলপদ্ম।



রচনাকাল, ৩০ জুন ২০২২ খ্রিস্টাব্দ,
১৫ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।