অলস মস্তিষ্কে কুটিল চক্র
        ✍-উজ্জ্বল সরদার আর্য


      ভোর হলেই জেগে ওঠে ঘুমন্ত আঁখি
      বিস্বাদের গালে খুঁজছে গরম জল;
      চায়ে চুমুকে মেতে উঠেছে
           আলোচনা-সমালোচনা সভা;
      অলস মস্তিষ্কে কুটিল চক্র
      ঘুরপাক খায় রাত দিন।


      ঐখানে দিনভর চলে রং তামাসা
      আমোদের উল্লাস
      সত্য-ন্যায়-নীতি-জ্ঞান-চেতনার মুখে
      ফেলেছে পানের রস
      সভ্যতার অন্ধকার ক্ষত বুকে এখন
      শুধুই নিকোটিনের ধোয়া।


      ওরা পরিবর্তন হতে চায় না
              সময়কে থামিয়ে দিতে চায়,
      মৃত্যুতে উল্লাস উন্নতিতে শোক
      ওদের একান্ত কাম্য।
      অনুজ্জ্বল জোছনায় রজনীগন্ধা গন্ধ ঢেলে
      ভুবন ভরাতে চায় তবু পারবে না কখনো;
      মোহ ভ্রষ্ট যুগ আপন ঘর সাজাতে ছিঁড়তে ব্যস্ত।


রচনাকাল, ৩ জুন ২০২২ খ্রিষ্টাব্দ,
১৯ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।