অধঃপতন
    ✍-উজ্জ্বল সরদার আর্য


     ভরা পেট, হাতে মদের গ্লাস,
     রঙ্গমঞ্চে হচ্ছে নারী নাচন!
     আহ্ কি বিনোদন,
            আহ্ কি বিনোদন ----          
     তথাকথিত সভ্য-সমাজের বুকে
     অপসংস্কৃতির স্রোত বয়ে চলেছে
     প্রতিক্ষণ-প্রতিক্ষণ!
     আজ শুধু দেখি অশ্লীলতায় মোড়া
     দিকভ্রষ্ট কোটি জীবনের অধঃপতন।


     এটা নাকি ধনীদের বিলাসিতা,
      নিকোটিনের ধোয়ায় মিশেছে
      আধুনিকতা, সিগারেট হয়েছে আর্ট!
      ক্ষুধার্ত পৃথিবীর এ-দৃশ্য হাসায়,
      মাথা ঘোরে বিশুদ্ধ বাতাসের শূন্যতায়,
      অচেনা রাজ্যে অচেনা আমি
      আমার কাছে তুমি উদ্ভট।
        
      কিন্তু এ-রজনীর শেষ কোথায়?
      কেউ অনাহারে পড়ে আছে রাস্তায়,
      কেউ  টাকা দিয়ে নর্তকী নাচায়,
      শরীরে শরীর মেশায় যৌন নেশায়।
      আজ মানবিক বোধ লুপ্ত
      শীতে সিক্ত দেহ কত হচ্ছে ক্ষত
      মিশেছে মাটির মমতা রসে,
      আজ অমানুষ তুমি হলে কেন
      মানব রূপে এসে?


রচনাকাল, ২ জানুয়ারি ২০২২ খ্রিস্টাব্দ,
১৭ পৌষ ১৪২৮ বঙ্গাব্দ, রবিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।