ও-চোখে সন্ধ্যা এঁকো না
        ✍-উজ্জ্বল সরদার আর্য


ঝলমলে দিন গোধূলি রঙিন
সুনীল আকাশ চেয়ে আছে,
দখিনা বাতাস বড্ড উদাস
কামিনী বনে পথ ভুলেছে।।


ও-চোখে সন্ধ্যা এঁকো না
এখনো হয়নি কথা বলা,
এখনো হয়নি পথের শেষ
কনিষ্ঠা ছুঁয়ে হোক পথ চলা।।


এখনো পাহাড় জেগে আছে
উচ্চশিরে দাঁড়িয়ে অপেক্ষায়,
কত উষ্ণতা কত শীতলতা
আকুল জলে স্বপ্নরা ডুব দেয়।।


এখনো পাপিয়া আসেনি ফিরে
গাইছে গান সুরে-সুরে অদূরে,
এখনো হয়নি কবিতার ঠোঁটে
উষ্ণতা খোঁজা চুম্বনে আদরে।।


এখনো হয়নি লেখা শেষ চিঠি
শুধু আঁকা চোখে-চোখ মেলানো,
লোনাজলে ভরা নদীর যৌবনে
এই পদ্ম জানি ফুটবে না কখনো।।


রচনাকাল, ২২ জুলাই ২০২২ খ্রিস্টাব্দ,
৫ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।