নিরুদ্দেশ
  ✍-উজ্জ্বল সরদার আর্য


          কনে দেখা-আলোয় দেখেছি তোমায়
          বসন্ত শেষে আকুল চোখে,
          তাই দেখে আমার কেঁপে উঠেছে অন্তর
          চেয়ে আছি অপলকে আপন সুখে।
          তুমি ক্যানভাসে আঁকা মোনালিসা,
          নাকি শিল্পীর রং তুলি?
          কবি খুঁজছে কবিতা, তুমি কি বনলতা?
          এসো-- অনামিকা ছুঁয়ে পথ চলি।


         ওই তোমার মুখের স্মিত ভাবায় অবিরত
         প্রেমের গান বাজে মনে নির্জনে,
         কত গোধূলি আসে রং ঝরানো উচ্ছ্বাসে
         শুধু সে আর আসেনা শাওন সন্ধ্যা নয়নে।
         চরণে তার বেজেছিল যে নূপুর ধ্বনি
         ছুঁয়ে ছিল মন আমি ভুলিনি,
         আজও অপেক্ষায় দিন চলে যায়
         রিক্ত হৃদয়ে কেঁদে যায় বাসনা,
         তুমি কেন এলে না- সে চিৎকার বুঝি শোননি?


        কতদিন আর এ-যৌবন রাখি ধরে
        কেঁদে কেঁদে বিফল শরৎ যায় চলে,
        কত বসন্ত এলো ফুল ঝরে গেলো
        ভরা নদী বিরহের ঢেউ তোলে।
        কত বেলা শেষে বেরিয়েছি পান্থ বেসে
        প্রিয়া হারা প্রাণ করে হা-হুতাশ
        প্রদীপ হাতে সন্ধ্যা রাতে এ-পথে একদিন
        আসবে তুমি এ-ছিল দৃঢ় বিশ্বাস।


        তবুও এ-লোনা করেছে অবমাননা
        প্রায় নিশি শেষ,
        কবি লিখছে কবিতা বিরহ ছন্দ গাথা
        প্রিয়তমা নিরুদ্দেশ।            
       ওগো আজ নিঃশ্বাসে নিকোটিন বদন মলিন
        নেবো অবিলম্বে অবসান,  
        এমনও ক্ষণে মিনতি করি অশ্রুসিক্ত নয়নে
        ভালোবাসি-ভালোবাসি বলে প্রাণ।



রচনাকাল, ৬ ফেব্রুয়ারি ২০১৮ খ্রিস্টাব্দ
             ২৩ মাঘ ১৪২৪ বঙ্গাব্দ, মঙ্গলবার।
             দাকোপ খুলনা,বাংলাদেশ।