নীলাম্বরী
  ✍️-উজ্জ্বল সরদার আর্য


   নীলিমার নীল ছোঁয়া বিস্তৃত খোলা আকাশের নিচে,
   বাতাসে দোল খাওয়া কাশবন, আলো ছায়া বিকেলে
   শারদ গোধূলির সম্মুখে করছে আরতি।
   দিগন্তে সাদা মেঘের দল, সারস ডানায় যাচ্ছে উড়ে
   দেশান্তরে।
   স্বচ্ছ জলধর--জলছবি হয়ে ধরাদেয়, অপলক
   আবেগী দৃষ্টিতে।
   স্বল্পায়ু সনাতন শরৎ শিল্পীর শৈল্পিক নিদর্শন দেখি  
   আজ পদব্রজে।


   সেদিন কাব্য খোঁজা অজুহাতে পথ চলতে-চলতে
   দাঁড়িয়ে পড়ি, নীল নীলাম্বরীর আঁচল ধরে।
   সবুজে সমারোহ আমন মাঠের বুক চিরে, বয়ে চলা
   সরু রাস্তায় পিছু-পিছু দৌড়ে গিয়েছি ওই---
   অধরা কবিতার কাব্য হতে।
   দীপনেভা কাজলে সেজে ওঠা লাজুক নত চোখ,
   অপলকে এখন চেয়ে আছে প্রেমিক চোখে।
   গোলাপী ঠোঁটের স্মিত হাসি বলে যায় কানে-কানে
   ভালোবাসি---ভালোবাসি।


   আজ উপর থেকে নেমে আসে মানিকজোড়,
   মুখোমুখি থেকে ওরা একই শামুকের পিঠে ঠোঁট ঘষে।
   নীলাম্বরীর হাতের নীল কাঁকন বেজে ওঠা শব্দে
   কেঁপে ওঠে হৃদয়।
   শ্বেত অভ্র ব্লাউজে নীল সাদা মিশ্রণে সে-যেন
   শরতের আকাশ।
   আমি রোজ বিকেলে দাঁড়িয়ে পড়ি, চোখে-চোখ রেখে  
   কবিতার বই হাতে।


রচনাকাল, ১৩ সেপ্টেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ,
২৬ ভাদ্র ১৪৩০ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।