মোমের পুতুল
✍-উজ্জ্বল সরদার আর্য


তরতাজা যুবকের বুকে গুলিবিদ্ধ করে এই স্বদেশকে
করলি তোরা আবারো নিদ্রাভঙ্গ।


রুক্ষ-তৃষিত উত্তপ্ত বালুময় ভূমি রক্তের ঘ্রাণে
আবারো আজ উন্মত্ত।


জানি, তোরা রক্তবীজ! যত করা হয় তোদের মস্তক ছিন্ন,
ততবার উজ্জীবিত হয়ে উঠিস অলৌকিক শক্তিতে।


কিন্তু, হে ভিনদেশী শোন এই মাটি পবিত্র সর্বক্ষণ!
এখানে তোদের পদচিহ্ন পড়বে না কোনদিন।


আজ অন্তরে তৃষা আছে, লক্ষ কোটি জনতা জেগেছে-
রক্ত পিপাসায়, ওরে তোরা ক্ষয় হবি রুদ্র তাণ্ডবলীলায়।


জানি, তোরা ভিতু-দুর্বল পরাশক্তিতে চেয়েছিস কোলাহল
কিন্তু মোমের পুতুল অগ্নি ধারণ করতে পারে ক্ষণকাল।


রচনাকাল, ২৫ আগস্ট ২০২১ খ্রিস্টাব্দ,
৮ ভাদ্র ১৪২৮ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।