মৃত্যু চিরসত্য
    ✍-উজ্জ্বল সরদার আর্য


সকল আশা সকল প্রার্থনা সব সবকিছুই
ব্যর্থ হয়ে যায় মৃত্যুর কাছে।


‘মৃত্যু চিরসত্য’ সত্যই চিরসুন্দর।
  
আমরা মোহভ্রষ্ট হয়ে তাকে চিনতে পারি না,
কিন্তু সুদূরে দাঁড়িয়ে থাকা সুন্দরকে ঠিক
আলিঙ্গন করে নেয় জীবন।


তাই জীবন যতই হোক চলমান, তবু সে চায় বিশ্রাম!
পরিবর্তনকেই সে নিয়তি বলে মানে।


যার প্রাপ্তিতে প্রকৃতিকে প্রকৃতির সাথে মিশিয়ে,
মায়াকে মায়ায় ভুলিয়ে জীবনকে আলাদা করার
যে সক্ষমতা বা জ্ঞান সময়ের থাকে,
তা মরণ আলিঙ্গনে হেসে ওঠা আত্মাকে দেখলে বোঝা যায়।


✍-উজ্জ্বল সরদার আর্য
রচনাকাল, ১১ নভেম্বর ২০২২ খ্রিস্টাব্দ,
২৪ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, শুক্রবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।