কোনদিন তোমারে ভুলবো না
      ✍-উজ্জ্বল সরদার আর্য


দিনশেষে গোধূলির রঙিন আলোয় যখন তোমায় দেখি
নির্জন পথে কবিতার সুসজ্জিত বেশে,
সহসা হৃদয় কম্পিত হয় জ্ঞানশূন্য হয়ে চলন থেমে যায়
অপলক দৃষ্টিতে চেয়ে থাকি তোমায় ভালোবেসে।


প্রভাতে কত ফুল ফোটে কত সুগন্ধ দিয়ে
কতভাবে ঝরে যায়,
আমি সে স্মৃতিটুকু রাখিনি মনে
রেখেছি অন্তরে শুধু তোমায়!
শ্রদ্ধা-সমর্পণে প্রেম জেগে ওঠে মনে নির্জনে
আকুল নয়নে শুধু তোমাকে দেখতে চায়,
তুমি অন্তরের দেবী--- পূজা করি সকাল সন্ধ্যায়।


পাওয়া না পাওয়ার কথা ভেবে ভালোবাসা যায় না,
সুখে দুঃখে তাই করি বন্দনা তুমি এসো-- কাছে এসো!
যদি ভালোবাসো এসো আমার প্রেমের কবিতায়,
আমি পথ চেয়ে থাকি শরৎ সন্ধ্যায়,
আগমনী গানে এই মনের আসনে তুমি বসো।


যদি কখনো রাত নেমে আসে মনে,
যদি ঘৃণার ছবি জেগে ওঠে নয়নে,
সেদিন তুমি চলে যেও--আমি বাধা দেবনা!
যে ফুলের মালা আজ গলায় পরেছি
সে ফুলেই আমার প্রেম
ভুলবো না কোনদিন তোমারে ভুলবো না।


রচনাকাল, ৩ জুন ২০২১ খ্রিস্টাব্দ,
১৯ জ্যৈষ্ঠ ১৪২৮ বঙ্গাব্দ, বৃহস্পতিবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।