জাগো-জনতা
    ✍-উজ্জ্বল সরদার আর্য


       ভদ্র পোশাক পরিধানকারী যে সমস্ত হিংস্র
       অশ্লীল অমানুষেরা এই সমাজ এবং
       স্বদেশকে নাশ করছে,
       নিরীহ জনতার রক্ত-মাংস চুষছে,
       ধর্ষণ-হত্যা-নোংরা রাজনৈতিক করে কোটি-
       কোটি টাকার পাষাণ স্তূপ গড়ছে,
       কঠিন থেকে কঠিন তর দণ্ড দিতে জেগে ওঠো
       হে-আমার প্রাণ প্রিয় জনতা।


       বক্ষ চিরে লোহিত রক্ত নিয়ে ধুয়ে দাও মায়ের
       কেশ, আরো এক ধাপ পবিত্র হয়ে উঠুক ওদের
       রক্তে এদেশের মাটি।
       ধৈর্য অনেক ধরেছি আর নয় এবার রুদ্র তান্ডব
       হবে, সংহার হবে, ভূকম্প হবে, শত্রু মর্দিত হবে।
       তাই যেখানে দেখবে অন্যায়-অত্যাচার
       সেখানে প্রতিবাদ-প্রতিশোধের আগুন জ্বালো।


       ক্ষত মায়ের বুকের দীর্ঘশ্বাসে ভাসিয়ে দাও ওদের
       যমের দুয়ারে,
       আর আবারো মিছিল-ধর্মঘট-হরতাল-রাজপথে
       নেমে মুক্ত কণ্ঠে শোনাও শ্লোগান।
       এ-দেশ নিরীহ জনতার দেশ,
       এ-দেশ খেটে খাওয়া শ্রমিকদের দেশ,
       এ-দেশ কোটি জনতার প্রাণের বিনিময়ের দেশ,
       এ-দেশ সন্তান হারা মায়ের বেদনা
             অশ্রুজলে গড়া স্বদেশ।
       এ-দেশে ফুটবে ফুল, আসবে সকাল,
                গাইবে পাখি গান--
       এ-দেশের প্রতি বিন্দু ধূলি কোনা আমার প্রাণ।



রচনাকাল ২৪ নভেম্বর ২০১৮ খ্রিস্টাব্দ
বাংলা ১১ অগ্রহায়ণ ১৪২৫ বঙ্গাব্দ,বুধবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।