দিকভ্রান্তের অভুক্ত রাত্রি
  ✍-উজ্জ্বল সরদার আর্য


রাতের অন্ধকারে শিশির ভেজা ঘাসের উপর নির্জনে
বসে আছে যে দিকভ্রান্ত অভুক্ত তরুণ,
তার চোখে চোখ রেখে কখনো কি তুমি খুঁজেছ প্রেম?


অপলক দৃষ্টি রজনীর নীরবতায় মিশে ছুঁয়েছে দিগন্ত রেখা।
অসীম আকাশের মেঘাচ্ছন্ন বুকে লুকিয়ে পড়েছে জ্যোৎস্না।      
নিস্তব্ধ পৃথিবী তৃপ্ত মনে নিদ্রামগ্ন,
শুধু অবহেলিত রাজ্যে জেগে আছে অতৃপ্তের বেদনা।


ক্ষুধার্ত রাহু গিলে খায় গোটা চাঁদ, উচ্ছিষ্ট-ও মেলে না ভাগ্যে।
তপ্ত বালুতে ফোটা মুড়ি পথে ঘাটে ছড়িয়ে দেখাচ্ছে লোভ,
করছে মিথ্যে জনসেবা।
আগমন হচ্ছে বিদেশী পাখির দল
দেশী কুকুরের আজ ভাত নেই,
রোগা-জীর্ণ অচল হয়ে মাটিতে ঝরাচ্ছে লালা।


দেশে চলছে দলীয় জনতা জরিপ, দরিদ্রতার লিস্ট অবহেলিত।
পীড়িত-তৃষিত-ক্ষুধার্ত পথবাসীর খবর কেউ রাখে না।
রাজনীতি প্রীতি দেখিয়ে করে রাজ্যজয়,
মুখোশের আড়ালে থাকা ভয়ানক রূপ কেউ দেখিনি।
লুট-অপহরণ-ধর্ষণ-শাসন-শোষণে উন্মত্ত,
শুধু সত্য-ন্যায় অভুক্ত জনতা এই রহস্যময় দুনিয়ায়
চিরকাল অবহেলিত।


রচনাকাল, ৭ জুলাই ২০২১ খ্রিস্টাব্দ,
২২ আষাঢ় ১৪২৮ বঙ্গাব্দ, বুধবার।
দাকোপ খুলনা, বাংলাদেশ।