দিশারি
      ✍️-উজ্জ্বল সরদার আর্য


   প্রেমে পড়েছি-- কেবল রূপে নয়,
   আদর্শ-চরিত্রের প্রেমে বহুবার।


    শিক্ষা, সংস্কৃতি, নৈতিক আদর্শ,
    জ্ঞান, চেতনা কেবল মাত্র
    পরিচয় বহন করে না!
    সৌন্দর্যের উচ্চ শিখরে পৌঁছিয়ে দেয়।


    সন্ধ্যার দীপশিখা তুমি ----


    চোখে চোখ রেখে মোহিত হয়ে
    জ্ঞানশূন্য হয়ে পড়ে আবেগী প্রেম,
    নিশ্চুপ ভাষা বোঝা এতটা সহজ নয়!
    তবু আমি দেখেছি না বলা কথা
    অচিরে জেনে যেতে।
    আরো দেখেছি বিচার-আচারে
    তোমার নিপুণ দক্ষতা,
    সহানুভূতি-সহনশীলতায় হয়ে উঠেছ
    তুমি তোমাতে সুন্দর।


    আধুনিকা, আলো দিশারি --


    সভ্যতার প্রাণ খোলা বিশুদ্ধ হাসি
    আমি দেখি রোজ তোমার রঙিন মুখে।
    কেচ্ছা গাওয়া বুড়ো বাদরের মুখে
    ঝামা ঘোষা ক্ষত শোকাতে দেখি
    তোমার দার্শনিক পাদপদ্মে।


     তথাকথিত সামাজিকতা,
     ধর্ম অন্ধের ধৃষ্টতা,
     এসবের বাইরে তুমি!
     মানবিক, মানবতার ঈশ্বর --!!


রচনাকাল, ১২ আগস্ট ২০২৩ খ্রিস্টাব্দ,
২৬ শ্রাবণ ১৪৩০ বঙ্গাব্দ, শনিবার।
দাকোপ খুলনা,বাংলাদেশ।