এসো প্রেমিক হই
     ✍উজ্জ্বল সরদার আর্য


এসো প্রেমিক হই ভালোবাসি প্রকৃতিকে,
এসো ছন্দ খুঁজি ভালোবেসে কবিতাকে।
         চলো যাই দূরে--বহু দূরে পান্থ বেশে
         নতুন পথের সন্ধানে,
                 একদিন রজনী পেরিয়ে আসবে প্রভাত
                 ওগো তোমার আগমনে।


এসো সৃষ্টিকে ভালোবাসি,
প্রেমের উল্লাসে সৃষ্টির কাছে আসি।
        জীবনের সম্মুখে কত বাধা আসে-আসবে
        সাগর পেরিয়ে হাত বাড়িয়ে দাও,
                 খালি পায়ে চলতে গেলে রক্ত ঝরে
                 কাটার আঘাত আজ ভুলে যাও।


এসো মোহ মায়া ভুলে খুঁজি জীবনের আনন্দ,
যার দানে বেঁচে আছি তার সাথে কেন করি দ্বন্দ্ব?
        প্রতিদিন যারে দেখি নতুন নতুন রূপে
        নিজ স্বার্থে তারে করোনা ক্ষয়,
                শিল্পী আঁকছে চিত্র কবি লিখছে কবিতা
                এসো হারিয়ে যাই প্রকৃতির ভালোবাসায়।


        যেখানে পলাশ-শিমুল-কৃষ্ণচূড়া গল্প করে
             যেখানে ফাগুন এলে আবির ঝরে-
                   ময়ূর নাচে পেখম তুলে
                           ঝর্ণা ঝরে--
             যেখানে হংস ভাসে ঝিলের জলে
           বংশী বাজে আপন মনে মধুর সুরে।।


        যেখানে বর্ষা এলে সবুজ অরণ্য দোলে
                       সুগন্ধ হাওয়ায়,
         যেখানে কদম-কামিনী-সন্ধ্যামালতি
    বিলিয়ে দেয় প্রীতি স্নিগ্ধ-স্নাত-সকাল-সন্ধ্যায়।


          যেখানে শাপলা শালুক ফুটে থাকে
                       দীঘির জলে,
           যেখানে নৌকা চলে পাল তুলে-
                নদীর বুকে মনের সুখে
                    মাঝি গান করে---
     যেখানে জাল ফেলে জেলে মাছে ধরে
               শঙ্খচিল উড়ে দল ধরে ---
           যেখানে শিউলি ঝরে মধ্যরাতে
               হৃদয় কাপে নির্জনে-তে
                   শিশিরে-শিশিরে--।।
  
         যেখানে আমন খেতে ঢেউ ওঠে
                   পূবাল হাওয়ায়,
     যেখানে কাশবন জেগে ওঠে শরদ ছোঁয়ায়।
       যেখানে বাউল একতারাতে সুর বেধে
                মনের সুখে গাইছে গান,
          যেখানে প্রভাত রবি দেখা দিলে
                 জেগে ওঠে নিদ্রিত প্রাণ।
        যেখানে পারুল বনের পাতার ফাঁকে
             চাঁদের আলো কাছে ডাকে,
      গাঁদা  ফুলের সাজানো দেশে চলো ওরে --।।


এসো এখানেই হারিয়ে যাই প্রেমিকার চুম্বনে,
আর ক্ষয়-লয়-যুদ্ধ নয় রেখো তারে প্রাণে।
      একদিন সকলের যেতে হবে চলে
       বিদায় বন্ধু বলে,
              সেদিন ও তোমায় বুকে জড়িয়ে নেবে
               প্রেমের স্মৃতি রাখবে আগলে।
                      এসো প্রেমিক হই ভালোবাসি প্রকৃতিকে
                       এসো ছন্দ খুঁজি ভালোবেসে কবিতাকে।


রচনাকাল, ১৩ ডিসেম্বর ২০২১ খ্রিস্টাব্দ,
২৬ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ, সোমবার-
দাকোপ খুলনা, বাংলাদেশ।