(কবি: উজ্জ্বল মন্ডল, গাঙ্গুরিয়া, মালদা)

   পূব আকাশে নতুন রবি তুমি
ভোরের আলোয় আঁকা প্রথম ছবি।

   মনের গিটারে তুমি গানের সুর
আমার হৃদয়ে আঁকা তুমিই ময়ূর।

    ফুলের মিষ্টি সুবাস তুমি প্রেমময়
তুমি হীনা আঁধারে সম্ভব কি চন্দ্রোদয়?

   ভোলার নয় তোমার শত কৃতিত্ব
ওগো, তুমি ছাড়া বৃথা আমার এ কবিত্ব।