বাহবাতে রাজা খুশি, ঢেকে যায় দোষ
তেল নাই গরীবের, করে আফসোস।
ভালো মন্দের কি বোঝো, মুখ রাখো বন্ধ
সত্য কথা বললেই, গেলে যাবে দ্বন্দ্ব।
দাস প্রথা নেই বলে, উদাসীন রাজা
দৃষ্টিতে বলৎকার, নেই কারো সাজা।
স্রষ্টা খুশি সুপথেই, সৃষ্টিরা গম্ভীর
নিষিদ্ধতায় চঞ্চল, ভালো কাজে ধীর।


ঘর বাড়ি সারি সারি, শরীরের ভাজ
আঁধারেই আবিষ্কার, নিষিদ্ধ সে তাজ।
হাত পোড়ে জাত যায়, জঘন্য স্বভাব
আঁধারে মরে আলেয়া, আলোর অভাব।
রাতকানা যেন সব, চোখে দ্যাখে কম
তেলে খুশি রাজা বাবু, তেলে বাঁচে দম।


মোল্লাপাড়া, মণিপুর
০৮/১১/২০১৬