বৈঠা বায় তরী ধায়, গুণ টানে ওঝা
তরী চলে ঢেউ ঠেলে,পড়ে রয় বোঝা।
ওঝা যতো দ্যাখে ক্ষতো, বলে সর্প কাল
তরী ভাসে মাঝি হাসে, জুড়ে দিয়ে পাল।
বিষ ঝাড়ে জ্বালা বাড়্‌ চোখে নামে ঘুম,
বেলা শেষে মুর্দা বেশে, আঁধারে নিঝুম।
ঝড় আসে পর হয়, চেনা যত মুখ,
রেখে তারে দায় সারে, বিদায়ের সুখ।


বায়ু বয় ভয় হয়, উঠেছে তুফান
চেনা সুর বহু দূর, বাজে জয়গান।
অবসানে সবখানে, ঘোর লাগা ভোর
সাঙ্গ হলে যাবে চলে, ছিন্ন বাহুডোর।
ঘর বাড়ি টাকা কড়ি, মিছে লাগে সব
পড়ে রবে এই ভবে, ঐশ্বর্য বৈভব।


মোল্লাপাড়া, মণিপুর
০৮/১১/২০১৬