ভালো লাগেনা বলতে মুখে ভালোবাসি,
আমি চাই মুখে যেন, ফোটে শুধু হাসি।
আবেগের নাম যদি হয় সুখ দুঃখ,
প্রেম ঘৃণা দিয়ে তবে গড়া এই বুক।
সুখ নদী দুঃখ নদী, জলেই তা ভাসে
শোক তাপ ভুলে গিয়ে সহজেই হাসে।
গোপনে আসে আবার গোপনেই যায়,
অসহায় সুখ গুলি সতীত্ব হারায়।


দুঃখ বীণ বাজে কই, তার কাছে ঋণ
ঘুচঁবে কি দুঃখ তার? শাড়িটা মলিন।
মনটাকে বেধে রাখে যেন সে শিকলে,
কান কভু নাহি দেয়, পড়শি কি বলে।
দ্বারে এসে ছুটে কেউ হঠাৎ দাড়ালে,
গোপন ব্যথা লুকিয়ো, হাসির আড়ালে।


২৯/১০/১৬
মোল্লাপাড়া, মনিপুর