পক্ষ টক্ষ জানা নাই/ সব পক্ষে আছি,
বিবেকটা সায় দিলে/ সে দিকেই নাচি।
আবেগটা বুক ভরা/ বেগটাই নাই,
হাত পা বাধা আমার/ মধ্যবিত্ত তাই।
বিবেকটাকে বাঁচিয়ে/ বাঁচি তুচ্ছরূপে,
গভীরে যেতে পারি না/ যাই শুধু চুপে।
পক্ষপাত দুষ্ট নই/ নিরপেক্ষ ধর্ম,
মধ্যবিত্তরাই বোঝে/ বিবেকের মর্ম।


মানুষ আছে ক'জন/ খুঁজে দ্যাখো মন
বুঝের বুঝি পাবে না/ বৃথা অন্বেষণ।
তেল আর জল যদি/ মিশে যায় ভুলে,
গরীব দুঃখীরা তবে/ হাসে প্রাণ খুলে।
বিবেকটা যদি বাঁচে / হবো মোরা জয়ী,
ধনী মধ্যবিত্ত ভুখা/ তিনে মিলে ত্রয়ী।


১৪/১০/১৬
মোল্লাপাড়া, মনিপুর