পৃথিবী সাজিছে রোজ নব সাজ লয়ে,
তুমি আমি যাচ্ছি শুধু তিলে তিলে ক্ষয়ে।
সৃষ্ট হচ্ছে বলে ধ্বংসে খুঁজে পাই সুখ,
ভোগ শেষে ফের ধ্বংসেই লুকাই মুখ।
সন্ত্রাস জোয়ারে আসে ত্রাস, কাঁপে ভূমি
ভয়ে মরি আম জনতা আমি ও তুমি ।
আম জনতা, আগে নাই পিছেও নাই
ত্রাণের সারিতে দাঁড়িয়ে ভালোটা চাই।


কথায় দেখি ফোটে নীতিকথার খই
ভোগে আছো তুমি ত্যাগের বেলা কই,
আম পাবলিক আমের মতই থাকো,
ডিজিটাল জোয়ারে আরো একটু পাঁকো।
কথা বলবে কম, সকলে দেবে দাম
বেশি বললে জঙ্গি খাতে উঠবে নাম।


১৮/০৯/১৬
ষাটফিট,মোল্লাপাড়া