আছে নয়ন থাকবে নয়নের জল,
কান্নাটা ঢাকতে সুরমা আর কাজল।
দৃষ্টি নাই তবু বৃষ্টি নামে আখিপাতে,
অন্ধের কি আসে যায় দিন আর রাতে।
স্বচ্ছ জল আখি কোণে করে টলমল,
দেখার যে জন, দেখে না; যায় বিফল।
কিছু চোখ কাঁদে তবু হয় না বর্ষণ
চোখরাও হাসে পাশে পেলে প্রিয়জন।
কিছু লোক যাদের চোখ শকুনি দৃষ্টি,
নজর লাগে, বিনষ্ট হয় যত সৃষ্টি।
চোখেরো আছে কপাল, জড় হতে জীবে,
স্বেচ্ছায় যে জন চক্ষু দান করে দিবে।
চোখ ছিল চোখ নাই, চোখটাই সব
চোখের জোয়ারে ভাসে ধরাধাম ভব।


২০/০৯/২০১৬