টাকা হলে মক্কা মদিনা নিশ্চয় যাবো,
নবীজির রওজায় সালাম জানাবো।
আবেদন জানাতে নির্ঘুম কাটে রাত
কবে যাবো, তিনি শুনবেন ফরিয়াদ।
টাকায় জাগে ইচ্ছা, টাকায় বাড়ে চেষ্টা।
টাকায় মেলে মুক্তি, ঘুষে যায় কেসটা।
টাকার আকার ছোট কিবা বড় হোক,
টাকায়-ই ঘুচায় বিয়োগ ব্যথা শোক।
নোট গুলি ছোট থেকে বড় হয় ধীরে,
বান্ডিলের জোরে প্রেমিকারা আসে ফিরে।
ভালো মন্দ সবাই টাকা ছাড়া অচল,
সাদা কালো যা-ই বলি দুটোই সচল।
টাকা আছে যার গোটা দেশটাই তার,
উপরে উপরে মোরা সবাই সবার।


২০/০৯/২০১৬