অগনিত মানুষ, একক দশক শতক সহস্র...
এখানে মানজট ঠেলে চলে অনেকেই অভ্যস্ত।
অনভ্যস্তরা চেনা মুখ পিছু করে বাড়ি যায়,
সুশ্রী ললনা দেখে কেউ কেউ খাবি খায়।
কেউ খোঁজে সস্তায়,
ফুটপাতে রাস্তায়।
ভালো দেখে চিনে নেয়,
পটে গেলে কিনে নেয়।
ভিড় বাড়ে ফাঁকা বাসে,
হকার গুলো ছুটে আসে
চোখের পলকেই বাধে জট
আজব শহরটা বড়ই উদ্ভট।
ফুটপাত ওভারব্রিজ জায়গা নেই দাঁড়াবার,
ঠকের জাল বুনে আর দিন গুণে। আজ শুক্রবার।


১৮/১১/২০১৬
নিউমার্কেট