এই পথে হেটে গেছে কত অগনিত পা,
সবল পা, দুর্বল পা, বিষন্ন ও ক্লান্ত পা;
শিশু-কিশোর-বৃদ্ধ পা, ধুলিমাখা খালি পা।
বাজার অথবা অফিস ফেরত গৃহকর্তা,
পশুর চামড়ায় মোড়ানো কর্পোরেট কিংবা
প্রেমিক-প্রেমিকা ও হকারের হালকা ব্যস্ত পা।
থেমে থেমে হেটে গেছে পঙ্গু ভিক্ষুক,
কাঁধেচাপা বস্তা নিয়ে টোকাই কিংবা
বগলদাবা এক নথিবদ্ধ সনদ নিয়ে
জুতোর তলা ক্ষয়ে যাওয়া বেকারের পা।
আরো গেছে স্পঞ্জ, বার্মিজ, স্লিপারে-
ঘুঙুর, পায়েল অথবা নূপুর পরা,
মেহেদী বা আলতারাঙা তুলতুলে নরম পা।
আরো কত পায়ের চিহ্ন যে মুছে দিয়েছে-
পথের অন্য সব দ্রুতগামী ছুটে চলা পা'গুলি।
এইমাত্র, আবারো এইপথে দলবেঁধে হেটে গেল-
মিছিলের মত এলোমেলো, জোড়া জোড়া
গার্মেন্টস দিদিদের একঝাঁক কর্মঠ পা।


১৬/০৭/২০১৭
হাতিরঝিল, মগবাজার।