আমাদের চারপাশে শতশত আমরা
আমাদের সন্তানের সন্তান, ফুলের ফুল,
পথের পথ; পথিকের করে যাওয়া ভুল,
অথচ ঋতু বদল হয়- নিয়মমাফিক।
জনপদ সাজাতে- ভোলে না বসন্ত
পৃথিবীর গাছের গাছ, জলের জল,
মাটির মাটি; আমাদের আবাসস্থল,
অথচ কেমন যাযাবর বসন্তের পিক।


শুধু দেখার জন্যই আমরা তাকাই-
গুণিনের যাদুর যাদু, কাঠির কাঠি,
সুন্দরের সুন্দর; নর-নারী সহপাঠী
অথচ বৃষ্টির মত ঋতুস্রাবও গাণিতিক।
পৃথিবীর জন্ম এক বিস্ময়জনিত রোগে-
ঈশ্বরের মৃত্যুর মৃত্যু, অসুখের অসুখ,
জন্মের জন্ম; বিস্ময়ে দেখা নতুন মুখ।
অথচ ভুলে যাই যে, আমরাও প্রাকৃতিক।


০৪/০৭/২০১৭
আমবাগান, মগবাজার।