আমার বুকের মাঝে, অসীম পিপাসা-
অন্ধকারেতে হারায়! মনটাকে বৃথা
আপন করার চেষ্টা; দেখি সর্বনাশা
দ্বন্দ্ব ঘিরে রাখে এক অপলকে সেথা।
স্বপ্ন আমাকে বাঁচায়!সে ধূসরতায়-
ঘুরে ফিরে আসি একা; স্বপ্নছবি আঁকি
নীরব বনের গন্ধ মিশেছে আশায়
আলপনার শিয়রে, তারে ধরে রাখি।


আজ শুধু ভাষা খুঁজে ফিরি, দিবা- নিশি
ইচ্ছায় বলেছি কথা- শত চুপিসারে;
ওই সাপলুডু খেলি, পথে পথে বসি-
তবু ব্যথা বেড়ে যায় দেখি বারেবারে;
কোথায় লুকায় এসে দিবাস্বপ্নমন!
আজও ভাবতে দেখি তুমিই আপন।
           ----------


# সনেট