ধরে বেঁধে রেখেছি যে আমার সংসার-
এই বাংলাদেশে, এই বাংলার মাটিতে
বিস্মৃতে জনম নেব; আমি বারবার
দেখি জনপদে তার প্রণাম ঠুঁকিতে।
কত শান্তি, কত প্রেম, সুশান্তসাগর-
ব্যথা সব ঢেলে রাখি ওই পরপারে;
সব জ্বালা শোধ করি পূরিত উদর-
উল্লাসেই উল্লসিত চিত্র সমাহারে!


তবু আজ কোথাও বা কেটে যায় ছন্দ-
হেথা হোথা দেখি চলে রক্তকণা দাগ!
উপোসি হৃদয়ে আঁকি বারুদের গন্ধ;
স্বজন হারা কান্নায় ভুলি অনুরাগ।
প্রেমপ্রীতি সাথে রাখি মিলনমেলায়-
বাংলাকে ভালোবাসি বিষাদ বেলায়।
          ---------

# সনেট