অপরূপ সৌন্দর্যের পথে তুমি ছিলে-
একাকী নিভৃতে যবে; এ পথের ধারে
অজানার মন মাঝে- কাব্য শতদলে
আনমনা বিশ্বাসেতে সেই চেনা সুরে।
আমার চোখের পানে গোপনে চেয়েছ,
সুন্দর সে অভিরামে; বসেছিলে পাশে
সেই ভাবনায় মোরে মন্ত্রমুগ্ধ আছ!
ভুল করিনি সেদিন তোমা ভালোবেসে।


সেদিনের সে সকল পড়ে কিনা মনে!
নীরব শ্রাবণবেলা বাদল অধীর-
কাছে এনেছি কপাল সোহাগ চুম্বনে;
সে দিবসে ভিজে গেছে তোমার শরীর-
আজ আমি ভাষাহীন মনে রাতজাগা;
অপলক চেয়ে থাকা সেই ভালোলাগা।
            --------


# সনেট