ওই দূরে ভেসে আসে চালানের ব্রত-
পল্লির ও ধূলিপথে, শঙ্খঘণ্টা ধ্বনি;
সন্ন্যাসীর কূল আজি মগ্ন তখনই
ধূপ-ধুনা সাথে নিয়ে, মুখে শিব স্ত্রোত;
কত লোক জড়ো হয়, শিশুরা যে ভীত-
শিবের কাহিনি সব মন দিয়ে শুনি!
চৈত্রের পাটার 'পরে কত ভক্তি জানি
নবীন পরান সব  কত অভিভূত।


ধ্যান ভেঙে যায়, ঊঠে পড়েছে সন্ন্যাসী-
চালান হয়েছে হাতে, অস্ত্র সে ভয়াল;
শিবরূপে সবে যেন তারই প্রকাশি-
সন্ন্যাসী হাটিছে পথে বহুরূপী কাল!
বর্ষশেষের পরব ফেরে পথে পথে-
বসে থাকি দোর পাশে, মন তার সাথে।
           ---------


# সনেট