শ্রাবণের সেই দিন ছিল বৃষ্টিস্নাত!
অবিরাম ঝরে গেছে বাদলের ধারা-
কত সময় আড়ালে, চলেছে পাহারা;
আশাহীন মনে দেখি, গীতিকা সঞ্চিত
বৃষ্টিধারা রূপে; তুমি ক্ষণিক লজ্জিত-
জীবন অনন্ত পথে; তুমি আত্মহারা
আমার বকুলপ্রেমে নবপ্রেমধারা!
প্রণয়ের চেতনায় আমি অভিভূত।


আজ ভাবি অবসরে, সেই দিন মান-
আমার কপালে কেন জীবন বিশ্বাস!
অন্তহীন চেতনার পূর্ণ অপমান-
সুগন্ধ চেতন সুরে, প্রতিটি নিশ্বাস;
সেই প্রতীক আমার আমি দুর্বিনীত!
চঞ্চল প্রণয় ঘরে হাসি সুলোলিত।
         --------


# সনেট