আজ তুমি সাগরের পারে- মোহময়ী
ঢঙে চেয়ে আছ প্রিয়, নবীন আকাশ
তলে; পুলকিত ছন্দে- আবির প্রণয়ী!
হিমেল সমুদ্র পানে বহিছে বাতাস-
কোন কথা বলিবারে মন ওঠে হাসি;
শুদ্ধ এ বসন 'পরে আজি একবার-
পিছনে দিগন্তময় স্বপন প্রকাশি;
আমার নজর থাকে দীপ্ত অনিবার।


দেখো চেয়ে, পিছনেতে আসে কত ঢেউ-
তুমি যে আনন্দ মনে প্রফুল্ল পল্লব!
কত কথা অবেলায়, ডাকে বুঝি কেউ;
আজ শুধু চেয়ে থাকা- সমুদ্র উৎসব!
যদি ডাকো, যাবো কাছে, ভেজাব এই পা-
গোধূলি আসন্ন প্রায়, তব ওষ্ঠ কাঁপা।
          ---------


# সনেট