সম্মিলনে নিমন্ত্রণ, ঠান্ডা ভারসাম্য
আমার এ বিশ্বায়নে- একবেলা রোদ
আসন্ন বিপন্নতায়;  এ অস্তিত্বে কাম্য
বিষাক্ত বাতাস জুড়ে নম্র প্রতিশোধ।
চারিদিকে আসে ধেয়ে- বিজাতীয় ধ্বংস
অপরাধ; শরীরকে শীতল দিগন্তে
এনে রাখে উন্নতিতে, বিকল্প বীভৎস!
সময়ের আবছাতে দিন যায় অস্ত।


একে একে শেষ হয় সব কথকতা
নিমেষে; সম্মিলন পড়ে থাকে শূন্য-
অনুরোধ মন শেষে একবার বার্তা;
নিজের কথায় ভাবি দূরে যায় পণ্য!
কত কথা বলা হয় চারটি দেয়ালে,
সভ্যতা চলেছে দেখো- নিজের খেয়ালে।
        ------------

# সনেট