সবই তোমার দান, সবই তোমার
সৃষ্টি প্রভু! ফল-ফুল, ফসল-ফলাদি,
সুজলা সুফলা, শস্য শ্যামলা অনাদি-
তোমার দানেই ধন্য, তোমাতে বাহার;
এ ধরণির মালিক নিয়ত স্রষ্টার
বিরাজমান হৃদয়ে; তব গর্বে -আদি
চন্দ্র-সূর্য-গ্রহ-তারা, কতই বৃক্ষাদি;
শুদ্ধ ইশারায় তারা তোমার লীলার।


তবু আজ হানাহানি ধূলির ধূলায়-
মানুষেতে হিংসা দেখি, অবিরাম ক্ষণে
স্বার্থের এ দুনিয়াতে; আপনার ঠায়
সুন্দর দান আজিকে মেলে অবসানে!
তাই আজি মনে ভাবি- পবিত্র সমান;
তোমার দানের কণা হৃদয়ে মহান।
         ----------


# সনেট