প্রভাত উদ্যান আজি হাসিল আঁচলে-
দিবাকর কিরণেতে এ কানন মাঝে,
বিবিধ রূপেতে সাজে প্রফুল্লিত দলে-
বসন্তের সুধাকালে; পবনে হাসিছে
প্রিয় শতদল! সব তুলসী মল্লিকা
বিজন বাতাসে শোভে, কেতকী করবী
নিশিপুষ্প তৃণাসনে সভা করে একা;
নব নব পুষ্প রাশি কাব্যেতে সবই!


সুগন্ধ বাতাস ফেরে সুহাস্য ধারায়-
সমুদয় বন মাঝে; বিহঙ্গ চঞ্চল,
ফুলরাজি দোলে যেন শুদ্ধ হাওয়ায়;
মৃদুমন্দে হেসে চলে কত শতদল
চারিদিকে; কিশলয় বকুলের তল-
পুষ্প সোহাগে সময়, কবি অবিচল।
         ---------


# সনেট