এত ব্যথার পাহাড় জমা ছিল ওই
বুকে, এত বলিবার কথাগুলি ছিল
বক্ষমাঝে চাপা; নিত্য নিয়ত অথই
ঢেউগুলি সরিয়েছ! কোথায় সাজিল?
কত গল্পের অতীত করেছ জানিনা,
এসে গেছে, একে একে কষ্টের সরণি-
তবু যে কষ্টেতে আছ তা আমি মানিনা;
এতই আঁধার ছিল আমার রজনি।


আজ বুঝি শান্তি এল তোমারে বলিয়া-
সব! নীরব যন্ত্রণা, মালিকা তোমার;
সমস্ত আঁধার প্রাণ দূরেতে চলিয়া
যায়; একাকিত্বে দেখো প্রাণ অনিবার!
আজ যবে এসে গেছ, দেখেছ আমায়-
তোমার সকল ঋণ দূরে চলে যায়।
         ----------


#সনেট